রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো পুলিশ বনাব বার কাউন্সিল প্রীতি ক্রিকেট ম্যাচ

নিজস্ব প্রতিবেদকঃ

আজ বিকাল ০৩.০০ ঘটকায় অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর পুলিশ বনাম বার কাউন্সিল প্রীতি ক্রিকেট ম্যাচ। টান টান উত্তেজনা, পুলিশ ও বার কাউন্সিলের দর্শকদের মুহুর্মুহু করতালীর মধ্যে প্রীতির এই ম্যাচ সকলের হৃদয় কাড়ে।

কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: রুহুল আমীনের সাথে খেলায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল মোহাম্মদ মহিবুল ইসলাম, অফিসার ইনচার্জ কুড়িগ্রাম থানা  মোঃ মাসুদুর রহমান, অফিসার ইনচার্জ (উলিপুর থানা) মোঃ গোলাম মুর্তজা, টিআই (এডমিন) বানিউল আনাম সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

মনোমুগ্ধকর ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই প্রীতি ম্যাচে বিজয় ছিনিয়ে নেন বার কাউন্সিল হতে অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।

বার কাউন্সিলের পক্ষে খেলায় অংশগ্রহনকারী খেলেয়ারদের শুভেচ্ছা মেডেল পরিয়ে দেন পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, পিপিএম মহোদয়।

অন্যদিকে, জেলা পুলিশের পক্ষে অংশগ্রহণকারী খেলেয়ারদের শুভেচ্ছা মেডেল পরিয়ে দেন বার কাউন্সিলের সভাপতি  মোঃ খোরশেদ আলম এবং সেক্রেটারি  মোঃ নাজমুল ইসলাম।

পুলিশ ও বার কাউন্সিলের উভয়পক্ষ এই প্রীতি ম্যাচ অত্যন্ত আনন্দচিত্তে উপভোগ করেন এবং ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের জন্য আবারও এরকম খেলা ও প্রীতিম্যাচের আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত