বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ১ 

নিজস্ব প্রতিবেদকঃকুড়িগ্রামের নাগেশ্বরীতে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় তাইবুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

এসময় গুরুতর আহত হয়েছে আরও একজন।

সোমবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের পায়রাডাঙা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাইবুল ইসলাম উপজেলার নুন খাওয়ার ইউনিয়নের মাঝের চর এলাকার মোঃ উকিল আলীর ছেলে। তাদের নাগেশ্বরী ও দক্ষিণ ব্যাপারির হাটে মধুবন মিষ্টান্ন ভাণ্ডার নামের একটি দোকান রয়েছে।

স্থানীয়রা জানান, নিহত তাইবুল দক্ষিণ ব্যাপারির হাটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নাগেশ্বরীর দিকে যাওয়ার পথে পায়রাডাঙা পার হওয়ার পরেই অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যান তাইবুল। তার সঙ্গে থাকা আরও এক আরোহী গুরুত্ব আহত হয়েছে।

নাগেশ্বরী থানার উপ পরিদর্শক (এসআই) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে, এ বিষয়ে মামলা হবে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত