মার্চ ২৩, ২০২৩ ১১:৫৩ বিকাল



কুড়িগ্রামের ফুলবাড়ীতে অসহায়দের পাশে মিজানুর রহমান উল্লাস

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে সামাজিক বিচ্ছিন্নতা। সে কারণে বেকার হয়ে পড়েছেন দিন মজুরেরা। সেই সঙ্গে অসহায় হতদরিদ্ররাও মানবেতর দিন কাটাচ্ছেন। তাদের কথা চিন্তা করে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার বিশেষ উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মিজানুর রহমান উল্লাস। তিনি ৩১তম বিসিএস (কর) ক্যাডারের সদস্য। বর্তমানে ‘উপ কর কমিশনার’ হিসেবে ঢাকায় কর্মরত আছেন। তিনি যেকোনো দুর্যোগে ফুলবাড়ীর অসহায় মানুষদের পাশে মানবিক সাহায্য নিয়ে দাঁড়ান।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২০) সকাল ১১ টায় উপজেলার সাবেক ছিটমহল দাসিয়াড়ছড়াসহ বিভিন্ন নদীভাঙ্গা এলাকায় দেড় শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, আলু, সাবানসহ খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেন। এসময় জনকোলাহল এড়িয়ে খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়ে সহায়তা করেন জাকির হোসেন, রাধে অন্তর রায় প্রমূখ।

বাড়িতে বসে চাল, ডাল, তেল, লবন, আলু, সাবানসহ খাদ্যসামগ্রী পেয়ে দিনমজুর খুশিতে উচ্ছ্বাসিত হয়ে বলেন, ভাইরাসের ভয়ে বাইরে কোথাও কাজ কামে যেতে পারছি না। বেকার বসে কষ্টে দিন পার করতে হচ্ছে। উল্লাস আমাদের এলাকারই সন্তান। এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ানোয় আমরা খুবই খুশি। দোয়া করি আল্লাহ তার মঙ্গল করুক।



Comments are closed.

      আরও নিউজ