সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান

রাইসুল ইসলাম নোমান ( স্টাফ রিপোর্টার):

পরিচ্ছন্ন নাগেশ্বরী আমাদের অঙ্গীকার” এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গ্রীন ভয়েস ও নাগেশ্বরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য সংগঠন যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও উপজেলার বাস স্ট্যান্ড থেকে উপজেলা পরিষদ চত্তরের ভিতরের অংশটুকু পরিস্কার করা হয়েছে। পর্যায় ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যহত থাকবে।

এ সময় গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মাহমুদ, কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম নোমান ও জেলা সভাপতি মিজানুর রহমান মিজান, গ্রীন ভয়েস উপজেলা টিমের সভাপতি ইসমাইল হোসেন ছোটন ও সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মামুন সহ উপজেলার অন্যান্য সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিষ্কার পরিচ্ছন্নতা সকলের উদ্দেশ্যে স্বপন মাহমুদ বলেন, এই দেশ আমাদের, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের। আসুন সকলে মিলে দেশটা নতুন ভাবে সাজাই।

উপজেলার সভাপতি ইসমাইল হোসেন বলেন, আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিজেকেই সচেতন হতে হবে, তাহলেই আমরা দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারব।

গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলার সহ-সভাপতি, আব্দুর রহিম বলেন, দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তরুণ প্রজন্মের মেধা কাজে লাগাতে পারলে, খুব দ্রুতই বর্তমান সংকট কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ।

সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মামুন সকলের উদ্দেশ্যে বলেন, লুটপাট ও ধ্বংস যজ্ঞ থেকে বিরত থাকুন। যেভাবে বিজয় এনেছেন, সেভাবেই সম্পদ ও জান-মাল রক্ষায় ঢাল হয়ে দাঁড়ান।

পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন, নাগেশ্বরী বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যরা, গ্রীন ভয়েস, তারুণ্যের নব প্রকাশ, নাগেশ্বরী ব্লাড ব্যাংক, নাগেশ্বরী ডিএম একাডেমী স্কাউট দল ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।

সম্পর্কিত