বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

মোঃ কামরুজ্জামান সম্পদ, জেলা প্রতিনিধি বগুড়াঃকিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টি এম আব্দুল হামিদ। আরোও বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা সমাজসেবা অফিসার আতাউর রহমান, যুব উন্নয়ন অফিসার নাজিয়া সামস, সদর থানার তদন্ত ওসি মোঃ ফাহিম, নুনগোলা ইউপি চেয়ারম্যান বদরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, রাজাপুর ইউপি চেয়ারম্যান রাজিবুল খান রাজুু, প্রোগ্রাম অফিসার মোছাঃ হাসনা জাহান,ফিল্ড সুপারভাইজার মাহবুব রায়হান,কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রোমোটার মনিরা খাতুন , হিসাব রক্ষক রফিকুল ইসলামসহ মোট ১২ টি ক্লাবের সিএমসি কমিটির সদস্য উপস্থিত ছিলেন।

সম্পর্কিত