স্টাফ রিপোর্টারঃবগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের নারুলী এলাকায় বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখা ছাগল অটো ভ্যান যোগে চুরি করে পালানোর সময় স্থানীয় লোকজন ২ ছাগল চোরকে হাতেনাতে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকেলে। পরে কাহালু থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
গ্রেফতারকৃতরা হলেন বগুড়া সদরের নারুলী মধ্যপাড়ার আব্দুর রশিদের পুত্র জনি (২১) ও শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র আজিজুল (২০)। ইদানিং মাঝে মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা হতে দিন দুপুরে ছাগল চুরি করে নিয়ে যাচ্ছেন এই চোর চক্রটি।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।