মাহমুদ হাসান মাসুদ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
শীতার্তদের মধ্যে আইএফআইসি ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০২ জানুয়ারী ) সকাল ১১:৩০ মিনিটের দিকে কাশিয়ানী উপজেলা শাখা কার্যালয়ে শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
দেশব্যাপী ব্যাংকটির ১৩৫০ এর বেশি শাখা-উপশাখায় এই কম্বল বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে ।
কম্বল বিতরন ছাড়াও ব্যাংকটি প্রতি বছর বৃক্ষরোপন, পিঠা উৎসব, ফল উৎসব ও নারী দিবস পালন করে থাকে।
আইএফআইসি ব্যাংক কাশিয়ানী শাখা কার্যালয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাসেদুজ্জামান, আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক বেলাল হোসাইন ও কাশিয়ানী প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজামুল আলম মোরাদ ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক কাশিয়ানী শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।