সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে মরিচ তুলতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু

 

 

সোহেল রানা, কালীগঞ্জ(লালমনিরহাট)প্রতিনিধিঃ মরিচ তুলতে গিয়ে লালমনিহাটের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে আজিফা বেগম (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) সকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর মসরত মাদাতি গ্রামে এ ঘটনা ঘটে। আজিফা বেগম ওই এলাকার হারুনুর রশিদের স্ত্রী।

এলাকাবাসীরা জানান, মঙ্গলবার ভোর থেকে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। পরে সকালে রান্না বসিয়ে বাড়ির পাশের পুকুর পাড়ে মরিচ তুলতে যান আজিফা বেগম। এসময় আকস্মিক বজ্রপাতে তিনি পুকুরে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

ভোটমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, আজিফার মৃত্যুর খবর আমরা অনেক পরে পেয়েছি। খবর পেয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যকে পাঠানো হয়েছে।

এছাড়াও বজ্রপাতে উপজেলার চলবলা ইউনিয়নের তেতুলিয়া গ্রামের পুলিন চন্দ্র নামে এক ব্যক্তির তিনটি ছাগল ও গরুসহ গোয়াল ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের সহযোগিতার আবেদন করতে বলা হয়েছে।

সম্পর্কিত