সোহেল রানা,লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে সাম্প্রতিক সময়ের বেড়েছে নিলামের তোয়াক্কা না করে প্রভাবশালী মহলের সাথে রাতের আধাঁরে আতাঁত করে নিলাম ছাড়াই গাছ কেটে পরিবেশের ক্ষতি করছে একটি অবৈধ সিন্ডিকেট। যাদের কাজই যেন বিিন্ন রাস্তা বা সরকারী বনায়নের গাছ গোপন আতা্ত করে কেটে নিয়ে পরিবেশের ভারসাম্য নস্ট করা।
বুধবার(২৬জুন) উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কান্চনশ্বর কানারবাজার এলাকায় নিয়মের তোয়াক্কা না করে কেটে ফেলা হচ্ছে কয়েক লক্ষ টাকার গাছ। এসব গাছ বিক্রির টাকা বা দামি কাঠ দিয়ে তৈরী হচ্ছে প্রভাবশালী মহলের বাড়ির ফার্নিচার।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ হঠাৎ করেই একটি গাছকাটা চক্র দিনে কিংবা রাতে গাছ কেটে ধ্বংস করছে। এরা বেশিরভাগ সরকারী দলের লোক হওয়ায় কেউ তাদের বিরুদ্বে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
তুষভান্ডার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার এর সহিত মুটোফোনে কথা বলা হলে সে বিষয়টি বাড়াবাড়ি না করার অনুরোধ করে দেখা করবেন বলে জানান।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম এর সহিত যোগাযোগ করা হলে তিনি এইমাত্র বিষয়টি অবগত হয়েছেন বলে জানান।
লালমনিরহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন, সামাজিক বনায়ন নিয়মবিধি আছে, সে নিয়ম অনুসারে বিভিন্ন সময় আমাদের চিঠি দেয়া হয়। আর কেউ যদি নিয়ম ছাড়া গোপনে কেটে থাকেন সেটা স্থানীয় প্রশাসনকে জানানো যেতে পারে।