রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কালীগঞ্জের চন্দ্রপুর বালাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বালাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামসুল হক (৪৩) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে বালাপারা এলকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। নিহত সামসুল হক চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া এলাকার মৃত বদিউজ্জামান এর ছেলে ও কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ীর ক্যাবল মেরামত করছিলেন সামসুল হক। এ সময় অসাবধানতা বশত ক্যাবল ছিড়ে যায়, এবং সেই ক্যাবলে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারো কোন গাফিলতি থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত