রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাবান, ১৪৪৬ হিজরি
রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাবান, ১৪৪৬ হিজরি

কালাইয়ে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

সুকমল চন্দ্র বর্মন (পিমল) কালাই,জয়পুরহাটঃজয়পুরহাটের কালাইয়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১ টায় কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান।

এসময় উপস্থিত ছিলেন কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেকার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোঃ মনোয়ারুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ তাজমিনুল ইসলাম, প্রমুখ।

বিজ্ঞান মেলায় কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ, কালাই ডিগ্রি কলেজ, নান্দাইল দীঘি কলেজ, কালাই টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, মাত্রাই বিজ্ঞান ও কারিগরি কলেজ,কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়সহ মোট ২১ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

সম্পর্কিত