মার্চ ৩১, ২০২৩ ১:০৩ বিকাল



কামারখন্দে প্রতিমা শিল্পী ও কারিগরদের সাথে এসপি’র মত বিনিময় অনুষ্ঠিত।

 

নাসিফ খান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দে প্রতিমা তৈরীর শিল্পী ও কারিগরদের সাথে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্ত্তীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট পালপাড়ায় প্রতিমা তৈরীর শিল্পী ও কারিগরদের সাথে এসপির মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। ভদ্রঘাট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুলাল কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার টুটুল চক্রবর্ত্তী।
এসময় অন্যান্যদের মধ্যে কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহীনুর কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সিরাজগঞ্জ শহর পূজা কমিটির সভাপতি হীরক গুণ, কামারখন্দ উপজেলা পূজা কমিটির সহ সভাপতি জীবন কুমার সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর, শহর পূজা কমিটির সাধারণ সম্পাদক রিংকু কুন্ডু প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিমা তৈরীর কাজ পরিদর্শন করেন এসপি।



Comments are closed.

      আরও নিউজ