জুন ৭, ২০২৩ ২:৪৪ সকাল



কামারখন্দে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

নাসিফ খান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে জরিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ৪ টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের কাছে এ দূর্ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম উপজেলার চর ধোপাকান্দি গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী। জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুর রহমান জানান, কামারখন্দ মহিলা কলেজের কাছে পায়ে হেঁটে রেলক্রসিং পার হচ্ছিলেন জরিনা বেগম।

এ সময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবু হাসেম জানান, দুর্ঘটনার পরপরই নিহতের মরদেহ নিয়ে গেছে স্বজনেরা।



Comments are closed.

      আরও নিউজ