রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়া রেলওয়ে জংশন ষ্টেশনে আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কাউনিয়া উপজেলার ছয় মাথা মোড় যুব সংঘ। সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় সংগঠনের সদস্য ও এলাকাবাসী সম্মিলিত ভাবে রেল ষ্টেশন চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
উল্লেখ্য যে, আগামী ১৬ অক্টোবর থেকে কুড়িগ্রাম হতে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি চালু হবার কথা কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন ট্রেনটি কাউনিয়া ষ্টেশনে যাত্রা বিরতি করবে না ট্রেনটির যাত্রা বিরতির দাবীতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারি কমিশনার (ভুমি) জেসমিন নাহার।