মোঃ মোশারফ হোসেন
কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় হরতালে দেখা মিলেনি বিএনপির কোন নেতা কর্মীর। ঢাকা: বিএনপির ডাকা আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের মধ্যে কাউনিয়া উপজেলা দলটির কার্যালয়ে নেই কোনো নেতাকর্মী। কার্যালয়ে ঝুলছে তালা। সকাল থেকেই দলীয় কার্যালয়ের আশপাশেও বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।বরং বিএনপির হরতালকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন মোরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ও এর আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা যায়।সকালে সরেজমিনে কাউনিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,রেলগেট,বাস্টার্ড, তফিকল বাজার,সানাই মোড়, পর্যন্ত প্রতিটি অলিগলির সামনে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।কিন্তু রাস্তায় তিন চাকার যানবাহন চলছে। হরতালে যানবাহন চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এজন্য পুলিশ কাউনিয়ার বিভিন্ন এলাকায় সতর্ক রয়েছে।
