শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কাউনিয়ায় পাট চাষী কৃষকদের প্রশিক্ষণ

মোঃ মোশারফ হোসেন কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ
৩১-১০-২৩
কাউনিয়ায় উপজেলায় পাটবীজ উৎপাদনকারী কৃষকদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ উপজেলা টিপু মুনশি অডিটোরিয়াম হল রুমে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মসূচী উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হকের এর সভাপতিত্বে অনুষ্ঠিত
এতে প্রধান উপস্থিত ছিলেন ছিলেন পরিচালক ও ডিপিটি উপসচিব সৈয়দ ফারুক আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন পাট অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোঃ সোলায়মান আলী, উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম প্রমূখ। বক্তাগণ আধুনিক পদ্ধতিতে পাটবীজ উৎপাদনের কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে উপজেলার ৭৫ জন নির্বাচিত পাট চাষী অংশ গ্রহন করেন।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত