বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

কাউনিয়ায় দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

মোঃ মোশারফ হোসেন,কাউনিয়া রংপুর প্রতিনিধিঃসান্তাহার থেকে ছেড়ে আশা দোলনচাঁপা এক্সপ্রেস’ট্রেন টি কাউনিয়া রেল স্টেশনে ইঞ্জিন পরিবর্তনের সময় ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪ টা ৪০ মিঃটের দিকে কাউনিয়া স্টেশনে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক।
তিনি জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনটি কাউনিয়া স্টেশনে পৌছানোর পর ইঞ্জিন পরিবর্তনের সময় লাইনচ্যুতের ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লাইনচ্যুত ইঞ্জিন লাইনে তুলতে কাজ চলমান রয়েছে। সেই সঙ্গে স্টেশনের সাইড লাইনে ঘটনাটি ঘটায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত