সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

কাউনিয়ায় আর্যবীর সনাতন ধর্মাবলম্বীদের বিষেশ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মোশারফ হোসেনকাউনিয়া রংপুর প্রতিনিধিঃরংপুরের কাউনিয়া তকিপল বাজার সরকার বাড়িতে বাংলাদেশ আর্যবীর আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা গত মঙ্গলবার সন্ধায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সাবেক ইউপি সদস্য শ্রী ভোলারাম দাস এর সভাপতিত্বে শ্রী রিপন শর্মার ও শ্রী শুভ দাস এর সঞ্চালনায় শ্রী মতি বিপ্তি রানীর পবিত্র গীতা পাঠের মাধ্যমে মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আর্যবীর এর উপদেষ্টা ও গয়না ঘরের স্বত্বাধিকারী উজ্জ্বল কুমার সরকার, উপদেষ্টা সদস্য শ্রী রতন চন্দ্র,উপদেষ্টা সদস্য শ্রী বিকাশ চন্দ্র ,উপদেষ্টা সদস্য শ্রী অমরেশ চন্দ্র, উপদেষ্টা সদস্য শ্রী অভয় চন্দ্র, উপদেষ্টা সদস্য শ্রী পরেশ চক্রবর্তী আর্য বীর সদস্য শ্রী গনেশ দেবশর্মা প্রমুখ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রংপুর বেতার শিল্পী পল্লবী সরকার মালতী,

সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন। বাংলাদেশ আর্যবীর এর প্রধান আহ্বায়ক শ্রী উৎপল কুমার সরকার(উৎপল) এ সময় বক্তারা বলেন কাউনিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সনাতন ধর্মাবলম্বী মাঝে তাদের উপর অন্যায়, অত্যাচার,নিপিড়ন ও নির্যাতন এবং সাম্প্রদায়িক হামলা এবং এর থেকে মুক্তি ও প্রতিহত করার উপায় সম্পর্কে ব্যাপক আলোচনা করেন এবং আগামীতে কাউনিয়া প্রায় সব মন্দিরে বৈদিক বিদ্যালয় ও গীতা স্কুল খোলার বিষয়ে সকলে সহযোগিতা কামনা করেন। শেষে কাউনিয়া উপজেলা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও সকলকে নৌকায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।

সম্পর্কিত