নিজস্ব প্রতিবেদক:
কর্মীবান্ধব বিএনপি গঠনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর যুবদলের অন্তর্গত ৭ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৭ নং ওয়ার্ডের অন্তর্গত ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে মিরপুর থানা যুবদলের আহবায়ক শাকিল মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুর রহমান শান্তর সঞ্চালনায় যুবদলের এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদুল মিরাজ বলেন -গত ১৬ বছর স্বৈরাচারী সরকার জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের গুম করেছে, খুন করেছে,বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে এবং ৬০ লক্ষ নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়েছে। সেই হাসিনার বিরুদ্ধে রাজপথে আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মী অংশগ্রহণ করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে ১৬ বছর বিএনপি নেতাকর্মীরা রাজপথে ছিল। তবে যে কারণে আমরা রাজপথে ছিলাম সেই জনগণের ভোটাধিকার এখনো প্রতিষ্ঠিত করতে পারি নাই।
এ সময় তিনি আরো বলেন সংস্কার সংস্কার করে অন্তবর্তী কালীন সরকার সময় ক্ষেপণ করছে। এতে রাষ্ট্রীয় কাঠামো ও প্রশাসনিক কাঠামো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। তাই অতি দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহবান জানান।
এছাড়াও তিনি যুবদলের নেতাকর্মীদের প্রতি আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান এবং আওয়ামী লীগের দোসরদের প্রশ্রয় দিতে নিষেধ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন,যুগ্ন আহবায়ক তানভীর আহমেদ ইকরাম,জসিম উদ্দিন,মনিরুল ইসলাম মনির, সালেহ আহমেদ চৌধুরী,মিরপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান সম্রাট, যুগ্ন আহবায়ক সামিউল আলম সুমন,সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী ইউসুফুর রহমান লিটন সহ ৭ নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা।