মার্চ ৩১, ২০২৩ ১:১৮ বিকাল



করোনা সচেতনতায় নিজেই মাইকিং করছে জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল

নিউজ ডেক্সঃ
কুড়িগ্রামে জেলা পরিষদ কতৃক করোনা ভাইরাস সচেতনতা মুলক মাইকিং করেন জেলা পরিষদ সদস্য একরামুল হক   বুলবুল।
“আতঙ্কে নয় সতর্ক” এ স্লোগান কে সামনে রেখে কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য একরামুল হক  বুলবুল তার নিজ নির্বাচনী এলাকায় মাইকিং করছেন।

আজ বুধবার (২৫ মার্চ) কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে  সকাল ১০ টা থেকে কুড়িগ্রাম জেলা পরিষদের আওয়াতাধীন ৪ নং ওয়ার্ড ছাড়া  নাগেশ্বরী উপজেলার    গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে, হাট বাজার, বিভিন্ন দোকান,মসজিদ, মন্দির ও পথচারীর মাঝে করোনা ভাইরাস থেকে কিভাবে মুক্ত থাকা যায় এবং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য করোনা ভাইরাসের লক্ষন ও প্রতিকার সম্বলিত  মাইকিং করা হচ্ছে।

মাইকিং এর সময় নিজে উপস্থিত হয়ে তার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম জেলা পরিষদের ৪ নং ওয়ার্ডের আওয়াতাধীন ভিতরবন্দ, হাসনাবাদ, নেওয়াশী, রামখানা ও সন্তোষপুর ইউনিয়ন ছাড়া নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিজে করোনা ভাইরাস সচেতনতায় মাইকিং করেন।



Comments are closed.

      আরও নিউজ