মার্চ ২৩, ২০২৩ ১১:০০ বিকাল



করোনা ভাইরাস প্রতিরোধ করতে ঘরে ঘরে গিয়ে মাস্ক,সাবান, লিফলেট বিতরণ করেন, চেয়ারম্যান খসরুল আলম

উজ্জ্বল হাসান সুনামগঞ্জ প্রতিনিধি
তাহিরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা মূলক লিফলেট, মাস্ক ও সাবান বিতরন করেন তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী খসরুল আলম। সোমবার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত ঘরে ঘরে গিয়ে হতদরিদ্রের মাঝে এ সমস্ত লিফলেট, মাস্ক ও সাবান বিতরণ করা হয়। লিফলেটে লিখা ছিল,অসুস্থ হয়ে পড়লে করণীয়,কিভাবে ছড়ায়,করোনা ভাইরাস/নোভেল করোনা ভাইরাস কী?,কখন সন্দেহ করবেন আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন?,আপনি কিভাবে নিজেকে নিরাপদে রাখবেন? ইত্যাদি পয়েন্টগুলোতে নানান উদাহরণ দিয়ে লিফলেটগুলোকে সাজানো হয়েছে।
লিফলেট, মাস্ক ও সাবান বিতরনের সময় উপস্থিত ছিলেন ইউ/পি চেয়ারম্যান, 7 নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম,কামাল মিয়া,তানসেন আহমেদ বাধন,সবুজ মিয়া,হাসন আলী প্রমূখ।

১নং উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী খসরুল আলম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নিরলস ভাবে কাজ করছে। তেমনিভাবে সরকারের নির্দেশনা মানলে ঘাতক করোনাভাইরাসও প্রতিরোধ হইবে,ইনশাআল্লাহ।তিনি করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে প্রতিরোধে সচেতনতা মূলক কাজে সবাইকে ঐকবদ্ধ কাজ করতে আহবান জানান



Comments are closed.

      আরও নিউজ