পশ্চিমবঙ্গ রাজ্যে, জেলা দঃ২৪ পরগণা নামখানা থানা অন্তর্গত দেবনগর গ্রামে, করোনা নিয়ে মানুষের মধ্যে আরো সচেতনতা নিয়ে আসতে আজ ওই গ্রামে কিছু অংশে রাস্তার আশেপাশে পোষ্টারের মিছিল চোখে পড়বে, বিশেষ করে চা দোকান গুলির সামনে,
সেখানে লেখা আছে — করোনা ভাইরাস প্রতিরোধে—
১) সামাজিক দূরত্ব বোঝায় রাখুন, ভিড় ত্যাগ করুন,
২) খাওয়ার আগে সাবান দিয়ে হাত পরিস্কার করুন,
৩) হাঁচি বা কাশির সময় মুখ ও নাক ঢাকুন,
৪) জ্বর, কাশি, শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন,
৫) অন্য দেশ বা অন্য রাজ্য থেকে আসা মানুষেরা স্বাস্থ্য বিধি মেনে দয়া করে বাড়িতে থাকুন,
৬) লকডাউন চলাকালীন বিশেষ প্রয়োজন ছাড়া বাড়িতে থাকুন, এবং সচেতনতা জন্য কবি ধ্রুব বিকাশ মাইতির লেখা কিছু পঙক্তি সচেতনতার ভাষা সুন্দর ভাবে বুঝিয়েছেন …. যেমন —
[আমার শহর, আমার গ্রাম
আমার সুস্থতাই সমাজের প্রাণ ]
[ভাষণের বাঁধন, রাস্তায় ভাঙুন
দূরত্বের হিসাব…জড়িয়ে ধরুন ]
[নিজের… সুরক্ষাটা এই হাতে
লকডাউনে, থাকুন বাড়িতে,
[করোনা ভাইরাস প্রতিরোধে
মানুন নিয়ম, মনুষ্যত্ব বোধে ]
প্রাধান প্রাধান উদ্যোক্তা হিসেবে ওই গ্রামের কিছু ছাত্র-ছাত্রী যেমন- কবি ধ্রুব বিকাশ মাইতি, সূচরিতা জানা, সূর্যশ্রী জানা, শুভজিৎ মান্না ,শিবশংকর মাইতি আরো অনেকে
ওনারা আরো জানিয়েছেন, “যে সব গ্রামে এখনও সচেতনতার অভাব দেখা যাচ্ছে, সেখানে ওই গ্রামের এই রকম দু’-চার জন মিলে এমন কাজ করাটা সমাজের অধিকতর কল্যাণকর বলে আমরা মনে করি”