মাহফুজ রহমান,পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধি,
দি হাঙ্গার প্রজেক্ট এর প্রচোরনায় পত্নীতলার মাটিন্দর এবং মহাদেবপুর সদর ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরন।
গত ২৪/০৩/২০২০ তারিখ হতে পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউপির সিংহন্দি, শিবপুর, সুরহট্টি, রামপুর, দিঘীপাড়া, শাশাইল, কামাড়পাড়া, হাজরপুকুর, বাজকোলা এবং মহাদেবপুর ইউনিয়নের সদর, ফাজিলপুর, দাউল,সারতা, শালগ্রাম, বকাপুর, নাটশাল, গ্রাম উন্নয়ন কমিটি, মহিলা জিজিএস, ইয়ুথ এন্ডিং হাঙ্গার ইউনিটের মাঝে করোনা ভাইরাস বিষয়ে সচেতন মুলক লিফলেট বিতরন।
বিতরনে সহযোগিতা করেন সুজন, নারীনেত্রী, উজ্জিবক,ইয়ুথ লিডার সহ সেচ্ছাব্রতি কর্মী,
সকল কাজে সার্বিক সহযোগিতা করেন ইউসি মোঃ খোরশেদ আলম।