মার্চ ৩১, ২০২৩ ১২:১০ বিকাল



করোনা ভাইরাস প্রতিরোধে মহাদেবপর উপজেলা সদর করণীয় লিফলেট বিতরণ

মাহফুজ রহমান,পত্নীতলা(নওগাঁ­­)পতিনিধি,
আজ ২৮/০৩/২০২০ তারিখ
মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দাউল বারবাকপুর গ্রামে দি হাঙ্গার প্রজেক্ট এর প্রচারণায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনমুলক লিফলেট বিতরন এবং হাত ধোয়ার নিয়ম শেখানো হয়। দাউল গ্রাম উন্নয়ন কমিটি ও দাউল মহিলা জিজিএস এর সদস্যদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনমুলক লিফলেট বিতরন করা হয়।
উক্ত কাজে সহযোগিতা করেন উজ্জিবক ও সাদামনের মানুষ সামসুদ্দিন মন্ডল।
এছারা সহযোগিতা করেন উজ্জিবক জুলফিকার আলী, নারীনেত্রী শাপলা, ইয়ুথ লিডার আব্দুর রাজ্জাক। সার্বিক সহযোগিতা করেন ইউসি মোঃ খোরশেদ আলম।
সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।



Comments are closed.

      আরও নিউজ