মাহফুজ রহমান,পত্নীতলা(নওগাঁ)পতিনিধি,
আজ ২৮/০৩/২০২০ তারিখ
মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড দাউল বারবাকপুর গ্রামে দি হাঙ্গার প্রজেক্ট এর প্রচারণায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনমুলক লিফলেট বিতরন এবং হাত ধোয়ার নিয়ম শেখানো হয়। দাউল গ্রাম উন্নয়ন কমিটি ও দাউল মহিলা জিজিএস এর সদস্যদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনমুলক লিফলেট বিতরন করা হয়।
উক্ত কাজে সহযোগিতা করেন উজ্জিবক ও সাদামনের মানুষ সামসুদ্দিন মন্ডল।
এছারা সহযোগিতা করেন উজ্জিবক জুলফিকার আলী, নারীনেত্রী শাপলা, ইয়ুথ লিডার আব্দুর রাজ্জাক। সার্বিক সহযোগিতা করেন ইউসি মোঃ খোরশেদ আলম।
সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।