মাহফুজ রহমান,পত্নীতলা (নওগাঁ) পতিনিধি’
আজ ০২/০৪/২০২০ তারিখ
সবাই মিলে শপথ করি করোনা ভাইরাস মুক্ত গ্রাম গড়ি, এই শ্লোগানে,,,,
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের মাটিন্দর কামাড়পাড়া দি হাঙ্গার প্রজেক্ট এর প্রচারণায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনমুলক লিফলেট বিতরণ, হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো হয়। সরকারী স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করোণীয় লিফলেট বিতরণে সহযোগিতা করেন নারীনেত্রী শিউলি,রশীদা, ভিডিটি সভাপতি ইজাবুল, ইয়ুথ এন্ডিং হাঙ্গার ইউনিটের ইয়ুথ লিডার মাসুমা, খাতিজা।
উজ্জিবক বদিউল আলম খন্দকার বারবার হাত ধোয়া এবং পরিস্কার পরিছন্ন থাকার পরামর্শ দেন।
সার্বিক সহযোগিতা করেন ইউসি মোঃ খোরশেদ আলম।
সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।