জুন ৯, ২০২৩ ১১:০২ বিকাল



করোনা ভাইরাস এর কারনে মসজিদে সীমিত আকারে মুসল্লিদের নামায আদায়ের নির্দেশ

স্টাফ রিপোর্টার মোঃ মাহিদুল হাসান (মাহি)

আজ ০৬/০৪/২০ইং রোজ সোমবার, দেশে করোনা পরিস্থিতি অসাভাবিক ভাবে অবনতি হওয়ায়, দেশের সবগুলো মসজিদে সীমিত আকারে মুসল্লিদের নামায আদায় করার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ দুপুরে ধর্ম মন্ত্রাণলায় থেকে এ নির্দেশ দেওয়া হয়, এতে বলা হয়েছে প্রতিদিনের ৫ ওয়াক্ত নামাযে ৫জন করে ও জুম্মার নামাযে ১০জনের উপর অংশ নিতে পারবে না, এটি অমান্য করলে তার বা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়। দেশ ও জাতিকে করোনা ভাইরাসের ক্ষতি থেকে বাঁচার ও সামাজিক দুরত্ব বজায় রেখে ঘরে অবস্থান করার জন্য এ নির্দেশনা দেয়া হয়। ইতিমধ্যে রাজশাহী জেলা, নারায়ণগঞ্জ সিটি সহ দেশের বেশ কিছু জায়গা লগডাউন করেছে সরকার। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমান ১শত ২৩জন ও মৃতের সংখ্যা গিয়ে দাড়িয়েছে ১২তে। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৮০ হাজার ও মৃত্যুর সংখ্যা প্রায় ৬৯ হাজার ছাড়িয়েছে। দেশের জনসাধারণ সাবধানতা অবলম্বন না করলে আগামী দুই সপ্তাহে ভয়াবহ মহামারী আকারে দেখা দিতে পারে এই মরনব্যাধি করোনা, যা সরকারের পক্ষে সামাল দেয়া অসাভাবিক হয়ে উঠতে পারে। তাই জনসাধারনের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।



Comments are closed.

      আরও নিউজ