করোনা প্রতিরোধে নিজ উদ্যোগে এলাকায় জীবাণুনাশক স্প্রে
মোঃ জাহিরুল ইসলাম,
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার আদর্শ কলোনী, রসুলপুর, বিহারীপাড়া এলাকার প্রতিটা বাসায়, রাস্তায় চলাচলরত রিক্সা-মোটরসাইকেল, রাস্তাপার্শ্বের নর্দমা এবং এলাকার মসজিদগুলো আশেপাশে জীবাণুনাশক স্প্রে করা হয়। নিজস্ব উদ্যোগে তাদের নিজেদের অর্থ দিয়ে সদর উপজেলার আদর্শ কলোনি এলাকার যুবসমাজ এই কার্যক্রম চালিয়েছে বলে জানা গেছে।
করোনা প্রতিরোধে প্রতিটা এলাকা প্রতিটা মহল্লা এবং রাস্তায় এই জীবাণুনাশক স্প্রে করার জন্য আহ্বান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, মোঃ আন্নাস হোসেন।
আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুশফিক আল-মারুফ রমজান, মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ টিপু চৌধুরী, মোঃ রাজু সরকার।
তারা বলেন, নিজ নিজ এলাকাগুলো আগে সচেতন করতে হবে তাহলেই করোনা প্রতিরোধ করতে পারবো। আর আমাদের এলাকা হোক বা আপনাদের এলাকায় হোক না কেন কোনো অপরিচিত ব্যক্তি এবং বিদেশফেরত কোন ব্যক্তি যদি চোখে পড়ে তাদেরকে বলুন বাসায় থাকতে, আর ছাড়পত্র দেখতে চাইবেন, যে তারা নিরাপদ আছে কিনা, তাই বলছি আপনারা নিজ নিজ এলাকাগুলো নিজ দায়িত্বে এই পদক্ষেপ নেন তাহলেই আমরা সফল হতে পারব ইনশাল্লাহ