জুন ১০, ২০২৩ ১২:১৮ সকাল



করোনা আক্রান্ত হলো এক যুবক,

সমরেশ রায় পশ্চিমবঙ্গ প্রতিনিধি

,,পশ্চিম মেদিনীপুরে , নিজামপুর গ্রামে,দাসপুর থানার , নন্দনপুর এক , এর বাসিন্দা, গনেশ জানা, বয়স পচিশ বছর, পেশায় সোনার কারিগর, লকডাউন এর দিন বাড়ি ফিরে, বাইরে কাজ করতে গিয়েছিল, দুইদিন আগে জ্বর ও কাশি শুরু হয়, আজ ডাক্তার দেখানোর পর জানিয়েছেন ,করোনা পজেটিভ , সাথে সাথে মেদিনীপুরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এর ফলে সারা পারা আতংকিত, ,এও জানা সরকার সমস্ত রকম ব্যবস্থা ও সতর্ক করলেও কেউ তেমন মানছেন না,রাস্তায় ঘুরে বেরাছেন, পাড়া  প্রতিবেশীদের দাবি, পুলিশ প্রশাসন, ও সরকারের পক্ষ থেকে ,প্রতি এলাকায় ব্যাবস্থা নিক।



Comments are closed.

      আরও নিউজ