১৭/০৩/২০
নিউজ ডেক্সঃ
সারাদেশ যখন করোনা ভাইরাসের আতঙ্কে, তখন দলে দলে শিক্ষার্থীরা স্কুলের সামনে হাজির। মুজিবকে ওরা বড্ড ভালোবাসে। হয়তো অন্যদের চেয়ে একটু বেশিই বটে।
এ দৃশ্য দেখা যায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গতকাল সারাদেশের স্কুল-কলেজ বন্ধ ঘোষনা করলে স্কুলটির শিক্ষকেরা ঘরোয়াভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনের সিদ্ধান্ত নেয়। সেই পরিকল্পনামতে প্রধানশিক্ষক প্রভাষরঞ্জন দেবজ্যোতি সকাল ৬টায় বিদ্যালয়ে আসেন সার্বিক প্রস্তুতি সম্পন্নের জন্য। কিছুক্ষন পরেই তিনি প্রত্যক্ষ করেন শিক্ষার্থীদের স্কুলে অবস্থান। সকাল ৯টার মধ্যেই স্কুল ভবন পরিপূর্ণ হয়ে যায় শিক্ষার্থীদের কলরবে। পূর্বের ঘোষনায় ওরা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে যে স্বপ্ন দেখেছিল, তা বাস্তবায়নেই মুজিবের ছবি, মুজিবকে নিয়ে লেখা নিজের গল্প, কবিতা নিয়ে হাজির হয়।
পরে শিক্ষকদের সাথে কেক কেটে সামিল হয় শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানের মহালগ্নে।