শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কবি সমাচার ||হোসাইন আল নাহিদ

চারদিকে কত কবি কারে ঠিক ধরি?

কোনো কবি মদ খায়, কোনো কবি বড়ি!

কোনো কবি চাপাবাজ, চাপা ছাড়ে খুব

কোনো কবি বই করে বেচে তার রূপ!

কোনো কবি ভাইরাল, টিকটক করে

কোনো কবি হিংসুক, হিংসায় ম’রে!

কোনো কবি জীম করে টান-টান বডি

কোনো কবি সেজে থাকে বাজারের নডি!

 

কোনো কবি মাস্তান, ছাড়ে হুংকার—

কোনো কবি তেলবাজ, মলে কারো ঘাড়!

কোনো কবি পীর সাজে, আউলিয়া হাজী

কোনো কবি বদজাত! অকাজের কাজী!

কোনো কবি ভীতু খুব কথা বলে কম

কোনো কবি ভয়ানক, বুকভরা দম।

কোনো কবি রাতকানা করে রাজনীতি

কোনো কবি প্রতিবাদী পাল্টায় রীতি!

 

কোনো কবি বোবাকালা লিখে চুপচাপ

কোনো কবি চাটুকার দুই মুখো সাপ!

কোনো কবি জাতকবি নিজেকেই ভাবে

কোনো কবি রাক্ষসে! একা সব খাবে!

কোনো কবি রগচটা এক রগ ত্যাড়া

কোনো কবি হাসিখুশি রাগ তাঁর ন্যাড়া!

কোনো কবি মৌসুমী, দেখা মেলা ভার

কোনো কবি ব্যাংকার টাকা ছাপে তার!

 

‘কাক থেকে কবি বেশি’ কথা যেন কার?

তাঁকে দিই মন থেকে সালাম হাজার।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত