লেখকঃ আমিন হাসান মোল্লা
আমি হলাম পথের শিশু পথে ঘাটে থাকি, সবাই আমায় ঘৃণা করে কেমনে বলো বাঁচি।
পথে ঘাটে ঘুমাই আমি দেখার মানুষ নাই,এই শহরে ধনীরা আজ অন্ধ সবাই ভাই।
কোথায় যাব কি বা খাব চিন্তা করি তাই, পেটের ক্ষুধার জ্বালায় আমি মরি যন্ত্রণায়।
ঘুমের ঘরে ছটফটাইয়া কাঁন্দি আমি ভাই, একটু খাবার মিলে যদি মনে শান্তি পায়।
আমারও তো ইচ্ছে করে পাঠশালাতে যাই, পথের শিশু বলে সবাই ভর্তি নেয় না ভাই।
কোথায় আমার মা বাবা কোথায় আমার বাড়ি প্রভু তুমি বলে দাও না অতি তাড়াতাড়ি।
আমার মতো পথের শিশু আর যেন না হয়,প্রভু আমি তোমার কাছে,এই প্রার্থনায় করে যাই।