জুন ৭, ২০২৩ ১:২৭ সকাল



কবিতাঃ অপবর্তন _____রিপন ইসলাম (রবি)_____

কবিতাঃ অপবর্তন
_____রিপন ইসলাম (রবি)__

এখন আমি বদলে গেছি খুব
কাল যতোটা সরব ছিলাম,আজ ততোটা চুপ,
ঐ যে সেদিন তোমার পথের অপেক্ষাতেই ছিলাম
দ্যাখো,আজ কেমন অন্য পথেই পা বাড়িয়ে দিলাম।

আজ আমি আর তোমার জন্য গল্প লিখি না
তোমার গল্প এখন আমার সুরে অন্ত্যমিলে না।
পথের বাঁকে যেদিন তুমি মুখ ফিরিয়ে নিলে
ঠিক সেদিনি আমার চোখেই অন্য কারও হলে
সেই থেকেই আমিও কেমন বদলে গিয়েছি,
চোখের তারায় নিজের মতোই স্বপ্ন এঁকেছি।

তুমি ঘর সাজাবে বলে
নতুন কাপড় আল্পনাতে পর্দা জুড়ে নিলে
আমার ছেড়া,ময়লায় ভ্যাপসা রোদের ছোঁয়ায়
কষ্ট এসে বলে মন রেখো না প্রেমের আঙিনায়।

আমিও কেমন অভিমানী বেশ
রাখতে চাইনি তোমার ব্যথার রেশ
সেই থেকে আজও আমি ভুলের প্রমাদ গুনি
যখন একলা থাকি ভাবি,মন কতোটা ঋণী।
একটা সময় যেই তুমিটা শুধু আমার জন্যই ছিলে
এখন তুমি খুব সহজেই আমায় ভুলে অন্য কারো হলে।

প্রশ্ন আমার রয়েই গেলো,কেমন করে বদলে যাও?
একটা পথের যাত্রা শেষেই,অন্য পথেই পা বাড়াও।

যখন তোমার মনে বাজলো সানাই সুর
আকাশ,বাতাস,নদী,পাহাড় গাইলো সমুদ্দূর
আমি তখন করুন বেহাগ অশ্রু নামাই শোকে
পাষাণ তুমি ফিরেই গেলে আমায় একলা রেখে।

আমার স্মৃতি ঝাপসা আলোর মাঝে
নতুন সূর্যোদয়ের ব্যস্ত ভীষণ কাজে
দিনের শেষে রাত্রী আসার সকল আয়োজনে
পুরনো পথের ব্যথার দায়ে রঙ ফেলেছি মনে।

ধ্যাত,কি সব বলি,সেই ভুলেই গেছি কবে
যেদিন তুমি অন্য হাতটি ধরলে নিরবে।

এখন আমি ব্যস্ত ভীষণ নিজের মতো
গল্প লিখি,কাব্য লিখি ইচ্ছে যতো
ভুলেই গেছি দিনের শেষেও রাতের মায়ায় পুড়ি
আমি এখন সুঁতো কাটা নাটাই বিহীন ঘুড়ি।

ইচ্ছে হলেই তেপান্তরের মাঠ পেড়িয়ে যাই
যখন খুশি যেমন করে অসীম পানে ধাই।
সেই থেকে আজও রাত্রী আমার স্বপ্নবিহীন কাটে
সুখ ভুলেছি, মন ভুলেছি দুঃখ কেনার হাঁটে।

ঠিক সেদিনি আমার ঘরেও সূর্য এসে বলে
এই! কেমন করে তুমি এমন পাল্টে গেলে?
আরে,এ আর এমন কি কাজ
যখন ডুবেই গেলো অস্ত রবির সাঁজ
যখন কারো মনের ঘরে অন্য বাঁশি বাজে
তখন তার জন্য কি অপেক্ষা আর সাজে?

তাই তো আমি পাল্টে গেছি খুব
কাল যতোটা কোলাহলে আজ ততোটা নিঃশ্চুপ।
কেমন আমি?সহজ ভাষায় স্বপ্ন আঁকি চোখে
উচ্ছলতায় ঘুড়ি উড়াই খামখেয়ালি রেখে
আমায় দেখে এখন কেন হিংসে উঠো মেতে?
পুড়েছিলাম তুমি যখন অন্য পথে যেতে।

আমারও তো হিংসে হতো সেদিন
এই আমিটা যখন হলাম একলা তুমিহীন।

পুড়েছিলাম খুব দাবানলের নিঃস্ব ছায়ের মতো
কাল যতোটা বিধ্বংসী আজ ততোটা নির্মল,অক্ষত।

হিসেব কষে দ্যাখো,আঁধার কেটে আসবে যখন ভোর
তখন আমি তোমার থেকে অনেক অনেক দূর।



Comments are closed.

      আরও নিউজ