ওয়াইল্ডটিমের সৌজন্যে ভিটিআরটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন
শেখ রাফসান বাগেরহাট প্রতিনিধি
“বাঘ বাচলে বাঁচবে বন রক্ষা হবে সুন্দরবন” এই শ্লোগানকে সামনে রেখে দুই দিনব্যাপী ভিটিআরটিদের প্রশিক্ষণ দক্ষতা উন্নয়নের আয়োজন করছে ওয়াইল্ডটিম। অনুষ্ঠানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গাজী আকবর হোসেন চেয়ারম্যান ৬নং চিলা ইউনিয়ন পরিষদ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ওলিউর রহমান সরদার. জনাব অানোয়ারুল ইসলাম রিপন, জনাব নজরুল ইসলাম শেখ,জনাব শুকুরুজ্জামান হাওলাদার জনাব প্রনেশ দও জনাব মোঃ সাইফুল ইসলাম জনাব মোঃ খায়রুল ইসলাম জনাব মোঃ সোহেল হাওলাদার জনাব মোঃ হানিফ মল্লিক এছাড়া ও প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব গাজী জহুরুল ইসলাম।সভাপতির বক্তৃতায় তিনি বলেন আজ থেকে ২দিন ব্যাপী শুরু হলো ওয়াইল্ডটিমের সৌজন্যে ভিটিআরটিদের দক্ষতা উন্নয়ন মূলক কাজের প্রশিক্ষণ। কিভাবে আপনারা লোকালয়ে চলে আসা বন্যপ্রাণী উদ্ধার করবেন। আমরা দেখেছি আপনারা ওয়াইল্ডটিমের সহযোগিতায় বিভিন্ন সময় সুন্দরবন থেকে আসা বাঘ,সাপ শুকর, হরিণ উদ্ধার করে বনে ফিরিয়ে দিছেন। তিনি আরও বলেন আপনারা সবাই উন্নয়ন মূলক কাজ করছেন এবং করে যাবেন এই আশা ব্যাধি আপনারা বিভিন্ন সময় সুন্দরবন থেকে আশা বন্য প্রাণী উদ্ধার করে আবার সুন্দরবনে ফেরত পাঠিয়ে দিছেন ওয়াইল্ডটিমের সহযোগিতায়। ধন্যবাদ ওয়াইল্ডটিমকে। উক্ত অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কার্যক্রম শুরুর ঘোষণা করেন।