শেখ রাফসান মোংলা বাগেরহাট প্রতিনিধি।
মোংলা থানার চিলা ইউনিয়নে ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে ২৫ জন বনজীবীদের নিয়ে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে
সুন্দরবন ও এর সম্পদ বিষয়ক তথ্য, মধু আহরণের নিয়মাবলী, মৎস্য আহরণ সক্রান্ত নির্দেশনাবলী, সুন্দরবনে কাজ করার ঝুঁকি সমূহ, সুন্দরবনে নিরাপদে কাজ করার সুরক্ষা বার্তা, বাঘ মানুষের দ্বন্দ্ব ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসা গ্রহণ, প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় উপকরণ ও ওষুধ সমূহ প্রদান, বন্যপ্রাণী আইন, ক্ষতিপূরণ নীতিমালা, টাইগার হট লাইন নাম্বার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং সর্বশেষ অংশ গ্রহণকারীদের কাছ থেকে প্রতিজ্ঞার মাধ্যমে সমাপনী ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, গাজী জহুরুল ইসলাম, কো- ম্যানেজমেন্ট কমিটি, চাঁদপাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্থ বেপারী, নৌ-পুলিশ, চাঁদপাই থানা।
জনাব রাকিবুল ইসলাম রনি, বিশিষ্ট সমাজসেবক। এছাড়াও ওয়াইল্ডটিমে মধ্য হতে
জনাব সাইফুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর,
জনাব তানভীর খাঁন, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট,
জনাব সোহেল হাওলাদার, ফিল্ড সাপোর্ট স্টাফ,
জনাব হানিফ মল্লিক, ফিল্ড সাপোর্ট স্টাফ ওয়াইল্ডটিম।