মার্চ ৩১, ২০২৩ ১২:৫৭ বিকাল



ওয়াইল্ডটিমের উদ্যোগে বনজীবীদের নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি ২০১৯

শেখ রাফসান মোংলা বাগেরহাট প্রতিনিধি।
উক্ত অনুষ্টানে ২৫ জন বনজীবীদের নিয়ে যেসকল আলোচনা করা হয়।
১,সুন্দরবন ও এর সম্পদ বিষয়ক তথ্য!
২, মধু আহরণের নিয়মাবলী
৩, মৎস্য আহরণ সক্রান্ত নির্দেশনাবলী
৪, সুন্দরবনে কাজ করার ঝুঁকি সমূহ
৫, সুন্দরবনে নিরাপদে কাজ করার সুরক্ষা বার্তা
৬, বাঘ মানুষের দ্বন্দ্ব ব্যবস্থাপনা
৭, প্রাথমিক চিকিৎসা
৮, প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় উপকরণ ও ওষুধ সমূহ প্রদান
৮, বন্যপ্রাণী আইন
১০, ক্ষতিপূরণ নীতিমালা
১১, টাইগার হট লাইন নাম্বার
১২, প্রতিজ্ঞা করা হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, গাজী জহুরুল ইসলাম কো ম্যানেজমেন্ট কমিটি চাঁদপাই
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্থ বেপারী নৌ পুলিশ চাঁদপাই থানা।
জনাব রাকিবুল ইসলাম রনি বিশিষ্ট সমাজসেবক।
জনাব সাইফুল ইসলাম ফিল্ড ফ্যাসিলেটেটর ওয়াইল্ডটিম
জনাব তানভীর খাঁন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ওয়াইল্ডটিম
জনাব সোহেল হাওলাদার ফিল্ড সাপোর্ট স্টাফ ওয়াইল্ডটিম
জনাব হানিফ মল্লিক ফিল্ড সাপোর্ট স্টাফ ওয়াইল্ডটিম।



Comments are closed.

      আরও নিউজ