মার্চ ২৫, ২০২৩ ১০:২০ বিকাল



এমপি লিটন হত্যার রায়ে সকল আসামীর ফাঁসি

 

রিপন ইসলাম,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ

বহুল আলোচিত, চাঞ্চল্যকর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষনা করা হয়েছে।

রায়ে এই মামলার প্রধান আসামী জাতীয় পার্টির সাবেক এমপি কর্ণেল কাদের সহ অন্য সকল আসামী কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দন্ড কার্যকর করার রায় ঘোষনা করা হয়েছে।

জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিকের আদালতে এ রায় ঘোষণা করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিজ বাড়ি সুন্দরগঞ্জের সাহাবাজ (মাষ্টারপাড়া) গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তৎকালীন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় ১ জানুয়ারি নিহতের বড় বোন ফাহমিদা কাকুলি বুলবুল বাদি হয়ে অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।



Comments are closed.

      আরও নিউজ