রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

এনায়েতপুরে আইসিএল স্কুলে পিঠা উৎসব পালিত

সোহেল রানা, চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীর উপজেলার এনায়েতপুরে আইসিএল স্কুলে শীতকালীন পিঠা উৎসব পালিত হয়েছে।

শনিবার সকালে স্কুল চত্বরে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন টেক্সজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শেখ আব্দুস ছালাম। শতাধিক স্বাদের পিঠা নিয়ে এ উৎসবে ১১টি স্টল অংশ নেয়। বাহারি নকশা ও ঐতিহ্যের পিঠা উৎসবে শিশু ও তরুণ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এসময় জনকন্ঠের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, সহসভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, এনায়েতপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মতিন, এনায়েতপুর বণিক সমিতির সভাপতি মাসুদ রানা, সহসভাপতি সাংবাদিক মুক্তার হাসান, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক রফিক মোল্লা, সোহেল রানা, চিত্র শিল্পী মোশাররফ হোসেন খাঁন সহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিএল স্কুলের প্রধান শিক্ষক ও একুশে টিভির সংবাদ উপস্থাপক এম. ওয়াহিদুজ্জামান ।

সম্পর্কিত