রেল সংবাদদাতা:
আগামী ১৬ অক্টোবর থেকে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে নতুন করে যুক্ত হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস। এ উপলক্ষে কাউনিয়ায় আগামী ১৬ তারিখ শুভ যাত্রা অনুষ্ঠান সম্পন্ন হবে।মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে এর মাধ্যমে শুভ সূচনার ঘোষণা দিবেন।
উক্ত আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস সম্পর্কে আসুন জেনে নেই তার খুটিনাটি বিষয়-
ক) ট্রেনের নম্বর ও নামঃ ৭৯৭/৭৯৮ নং কুড়িগ্রাম এক্সপ্রেস
খ) ট্রেনের শ্রেণীঃ ‘ক’ শ্রেণী
গ) সময়সূচীঃ
৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস
কুড়িগ্রাম ছাড়বে ০৭২০, ঢাকা পৌছাবে ১৭২৫।
৭৯৭ কুড়িগ্রাম এক্সপ্রেস
ঢাকা ছাড়বে ২০৪৫, কুড়িগ্রাম পৌছাবে ০৬১৫।
ঘ) কুড়িগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় কোচের অবস্থানঃ
ক – শোভনচেয়ার – ১৫ আসন
খ – এসি কেবিন – ৩৩ সিট বা ১৮ বার্থ
গ – স্নিগ্ধা এসি চেয়ার – ৫৫ আসন
ঘ – স্নিগ্ধা এসি চেয়ার – ৫৫ আসন
ঙ – পাওয়ার কার – ০০ আসন
চ – শোভন চেয়ার – ৬০ আসন
ছ – শোভন চেয়ার – ৬০ আসন
জ – শোভন চেয়ার – ৬০ আসন
ঝ – শোভন চেয়ার – ৬০ আসন
ঞ – শোভন চেয়ার – ৬০ আসন
ট – শোভন চেয়ার – ৬০ আসন
ঠ – শোভন চেয়ার – ৬০ আসন
ড – শোভন চেয়ার – ৬০ আসন
ঢ – শোভন চেয়ার – ১৫ আসন
ইঞ্জিন
ঙ) আসন বিন্যাসঃ
শীতাতপ সিট/বার্থ, স্নিগ্ধা ও শভনচেয়ার শ্রেণীর মোট ৬৫৩/৬৩৮ টি আসন ব্যবস্থা থাকবে।
চ) যাত্রাবিরতিঃ
৭৯৮ কুড়িগ্রাম এক্সপ্রেস
রংপুর আসবে সকাল ০৮ঃ২৯ এ,ছেড়ে যাবে সকাল ০৮ঃ৩৭ এ,
বদরগঞ্জ আসবে সকাল ০৯ঃ০১ এ,ছেড়ে যাবে ০৯ঃ০৩ এ।
পার্বতীপুর আসবে সকাল ০৯ঃ৩০ এ,ছেড়ে যাবে সকাল ০৯ঃ৫০ এ।
জয়পুরহাট আসবে সকাল ১০ঃ৪৯ এ,ছেড়ে যাবে ১০ঃ৫২।
শান্তাহার আসবে সকাল ১১ঃ৩৫ এ,ছেড়ে যাবে ১১ঃ৪০ এ।
মাধনগর আসবে দুপুর ১২ঃ১০ এ,ছেড়ে যাবে ১২ঃ১২ এ।
বিমানবন্দর আসবে বিকেল ১৬ঃ৫০ এ,ছেড়ে যাবে ১৬ঃ৫৩ তে।
৭৯৭ কুড়িগ্রাম এক্সপ্রেস
বিমানবন্দর আসবে রাত ২১ঃ১২ তে,ছেড়ে যাবে ২১ঃ১৭ তে।
মাধনগর আসবে রাত ০১ঃ৪১,ছেড়ে যাবে রাত ০১ঃ৪৩।
শান্তাহার আসবে রাত ০২ঃ১১, ছেড়ে যাবে ০২ঃ১৫ তে।
জয়পুরহাট আসবে রাত ০২ঃ৫০,ছেড়ে যাবে রাত ০২ঃ৫০ এ।
পার্বতীপুর আসবে রাত ৪টায়,ছেড়ে যাবে রাত ০৪ঃ১০ এ।
বদরগঞ্জ – ভোর ০৪ঃ২৭, ছেড়ে যাবে ০৪ঃ২৯ এ।
রংপুর আসবে- ভোর ০৪ঃ৫৫ তে,ছেড়ে যাবে ০৫ঃ০৩ এ।
ছ) সাপ্তাহিক বন্ধের দিনঃ বুধবার
জ) ট্রেনের রেক বেইজ ও অফ-ডে শিডিউলঃ লালমনিরহাট স্টেশন
ঝ) ট্রেনের দৈনিক ক্লিনিং ও ওয়াটারিংঃ ঢাকা স্টেশন
ঞ) ট্রেনের এটেনডেন্ট সেবাঃ বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কর্মচারী দ্বারা ট্রেনের এটেনডেন্ট সার্ভিস পরিচালিত হবে।
ট) ট্রেনের ক্যাটারার্সঃ বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম সার্ভিস (বিআরসিটিএস) কর্তৃক পরিচালিত হবে।
ঠ) ভাড়াঃ
ঢাকা কুড়িগ্রামঃ শোভন চেয়ার ৫১০ টাকা, স্নিগ্ধা ৯৭২ টাকা, এসি বার্থ ১৮০৪ টাকা।
কুড়িগ্রাম-ঢাকাঃ শোভন চেয়ার ৫১০ টাকা, স্নিগ্ধা ৯৭২ টাকা, এসি সিট ১১৬৮ টাকা।
ণ) আগামী ১৬ তারিখ কাউনিয়া থেকে এবং ১৭/১০/২০১৯ থেকে ট্রেনটি নিয়মিতভাবে কুড়িগ্রাম থেকে পরিচালিত হবে।