রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

এক কাতার বিশিষ্ঠ তিন গম্বুজ মসজিদ

মো:মেহেদী হাসান আত্রাই উপজেলা প্রতিনিধি:এক কাতার বিশিষ্ঠ তিন গম্বুজ মসজিদ।মসজিদটি রয়েছে নওগাঁর আত্রাই উপজেলার ইসলামগাথীঁ গ্রামে।

মোগল আমলে নির্মিত এই স্থাপনার পাশেই আছে একটি দাহা যা স্থানীয়দের কাছে মঠ নামে পরিচিত। এই প্রাচীন স্থাপনা সংস্কারের নেই কোন প্রশাসনিক উদ্যোগ।

মসজিদ ও সংলগ্ন শিয়া সম্প্রদায়ের দাহার অনুরুপতা দেখে আন্দাজ করতে পারি সমসাময়িককালে নির্মিত এগুলো।

তাছাড়া, স্থানীয় মুরব্বি ও মুসল্লিদের কাছে জানতে পারলাম তারা স্থানীয় পরিচিতি অনুসারে মঠটি ভেঙে বর্তমানে একটি সুপরিসর মসজিদ নির্মান করেছেন।

অজপাড়াগাঁ হওয়াতে এবং যোগাযোগের অপ্রতুলতার কারণে প্রত্নতাত্ত্বিক বিভাগের কারো পদছাপ অত্র এলাকায় পড়েছে বলে জানা যায়নি।

মসজিদ ও তথাকথিত মঠের আশু সংস্কার প্রয়োজন।
স্থানীয় মতে জানা যায়, এই মঠ এর জায়গা দেবোত্তর সম্পত্তি।

যা প্রাচীন কালে দেবতাদের উদ্দেশ্যে দান করতো হিন্দু জমিদারগণ এবং বিত্তশালী হিন্দু লোকগণ।

মসজিদ ও মঠ সংস্করণের দাবী এলাকাবাসীর।

সম্পর্কিত