শ্যামল চন্দ্র রায়
জলঢাকা প্রতিনিধি :
নীলফামারী জেলার জলঢাকা থানার কৈমারী ইউনিয়নের দোলাপাড়া গ্রামের ওয়াতের বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে ।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে কৈমারী ইউনিয়নের দোলাপাড়া গ্রামে র নারায়ন চন্দ্র রায়ের ছেলে কমল চন্দ্র রায়(২২) ঘরের টুইয়ের সাথে গলায় ফাঁস ও স্ত্রী মিষ্টি রানী রায়(১৮) বিষ পানে আত্মহত্যা করেছেন । সময় আজ আনুমানিক দুইটা র দিকে ।এলাকাবাসী জানান চিৎকার শুনে আমরা তাদের এ অবস্থায় দেখতে পাই। ঘটনার সংবাদ পেয়ে জলঢাকা থানার এস আই উজ্জ্বল টিম সহ ঘটনা স্থলে উপস্থিত হয়ে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ব্যাপারে ব্যাপারে জানতে চাইলে এস আই বলেন ময়নাতদন্তের রিপোর্ট আসলে সঠিক ব্যাবস্থা নেওয়া হবে।