বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

এইচএসসি ২০০২ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

“বন্ধু হোক মনে পানে ” এই শ্লোগানকে সামনে রেখে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সমির‌উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের এইচএসসি ২০০২ ব্যাচের ঈদ পুনর্মিলনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন বিকাল ৪ টায় সমির‌উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়ে নানা কর্মসূচির অনুষ্ঠিত হয়। এরপর এইচএসসি ব্যাচ ২০০২ এর প্রয়াত বন্ধু ও প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মরত আহসানুল্লাহ ও লেকচার রবিউল ইসলাম ও ডাক্তার মোতালেব হোসেন এর সঞ্চালনায় এ মিলোন মেলার আয়োজন করা হয়।
কলেজের প্রিয় বন্ধুদের সাথে মিলিত হতে পেরে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে ওঠেন এইচএসসি-২০০২ ব্যাচ বন্ধুরা। ফটোসেশন, মধন্যভোজ , মিষ্টি খাওয়া ছাড়াও নিজেদের সুখ-দুঃখের গল্পে মেতে ওঠে বন্ধুরা। সারা বিকেল বেলায় বন্ধুদের এই মিলনমেলায় অজস্র স্মৃতিচারণ প্রাণের সঞ্চালন হয় মহাবিদ্যালয় প্রাঙ্গণে।

সম্পর্কিত