মার্চ ২৫, ২০২৩ ১০:৫৩ বিকাল



উ‌লিপু‌রে প্রতিবন্ধি কিশোরীকে শ্লীলতাহানির মামলা, আটক ১

সুভাষ চন্দ্র উলিপুর
কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌রে এক প্রতিবন্ধি (১৩) কিশোরীকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা উ‌লিপুর থানায় মামলা দা‌য়ের ক‌রে‌ন। মামলা দায়েরের পর ঘটনার সাথে জড়িত আব্দুল হাইকে আটক পুলিশ।
মামলা সূ‌ত্রে জানা গে‌ছে, গত মঙ্গলবার উপজেলার ধরনীবাড়ী ইউ‌নিয়‌নের তে‌লিপাড়া গ্রামের দরিদ্র ভ্যান চালকের প্রতিব‌ন্ধি কিশোরী কন্যাকে বা‌ড়ি‌তে একা পেয়ে ওই গ্রা‌মের আ‌লিম উ‌দ্দি‌নের পুত্র লম্পট আব্দুল হাই (৪৬) শিশু‌টি‌কে হুইল চেয়া‌রে বসা অবস্থায় শরীরের বিভিন্নস্থানে হাত দি‌য়ে শ্লীলতাহা‌নি ঘটায়। এসময় শিশু‌টির মা বাড়িতে এ‌সে ঘটনা দেখ‌তে চিৎকার করতে থাকলে আব্দুল হাই দ্রুত পা‌লি‌য়ে যায়। এ ঘটনায় শিশু‌টির পিতা বা‌দি হ‌য়ে বুধবার উ‌লিপুর থানায় একটি মামলা দা‌য়ের ক‌রলে পুলিশ লম্পট আব্দুল হাইকে আটক করেন।
থানার অ‌ফিসার ইনচার্জ মোয়া‌জ্জেম হো‌সেন বলেন, ঘটনার সাথে জড়িত আব্দুল হাইকে আটক করে বুধবার বিকেলে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।##



Comments are closed.

      আরও নিউজ