মার্চ ২৪, ২০২৩ ১২:০৭ সকাল



উলিপুর স্বর্ণময়ী সরোবর(কাচারী পুকুর পার্ক) এ “স্বাধীনতা ব্রীজ” এর ভিত্তি প্রস্তর উদ্বোধন !

উলিপুর স্বর্ণময়ী সরোবর(কাচারী পুকুর পার্ক) এ “স্বাধীনতা ব্রীজ” এর ভিত্তি প্রস্তর উদ্বোধন !
উলিপুর প্রতিনিধি:
আজ শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে উলিপুর স্বর্ণময়ী সরোবর(কাচারী পুকুর পার্ক) এ “স্বাধীনতা ব্রীজ” এর ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩(উলিপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন স্যার। এ সময় আরও উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌরসভা চেয়ারম্যান জনাব তারিক আবু আলা চৌধুরী, সহকারী ভূমি কর্মকর্তা, উলিপুর ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।



Comments are closed.

      আরও নিউজ