মার্চ ৩১, ২০২৩ ১:০১ বিকাল



উলিপুর এর দূর্গাপুরে ভয়াবহ অগ্নিকান্ড

শাহিনুল ইসলাম লিটনঃ
আজ আনুমানিক বিকেল ৪.৫০ ঘটিকায় কুড়িগ্রামের উলিপুরে দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের দোতালা ভবনের পিছনের আবু তালেব (টিয়া)র বাড়িতে আগুন লাগে। এসময় এলাকাবাসির সহযোগিতায় কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসার পরে উলিপুরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ থেকে ৪০ মিনিটে অক্লান্ত প্রচেস্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।কিভাবে আগুন লাগে এমন প্রশ্নের জবাবে বাড়ির মালিক আবু তালেব টিয়া বলেন কেউ ষড়যন্ত্র করে এই কাজটি করেছে বলে তিনি ধারণা করেন। কারণ বাড়ির মালিক ঘর থেকে বের হওয়ার সময় কারেন্টের মেইন সুইচ বন্ধ করে বেরিয়েছিলেন। এতে ওনার ঘর সহ ব্যবসায়িক কাগজপাতি ও জমির দলিল পত্র পুড়ে যায় এবং আনুমানিক ৩ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতি গ্রস্থ হয়। উলিপুর ফায়ার সর্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর নাজমুল হাসান বলেন যে, সরকারি ভাবে আবেদন করলে তদন্ত করবে বলে জানান।



Comments are closed.

      আরও নিউজ