মার্চ ২৪, ২০২৩ ১২:৪৮ সকাল



উলিপুর উপজেলার গুনাইগাছে অরণ্যের বৃক্ষরোপণ

কুড়িগ্রাম প্রতিনিধি
‘একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই’ শ্লোগানকে ধারণ করে ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট দারুল উলুম ফাজিল মাদরাসায় বৃক্ষরোপণ করে পরিবেশবাদী সংগঠন অরণ্য।
এ সময় অর্জুন, গোলাপজাম, বহেড়া, কামিনী, নিম, কৃষ্ণচূড়া, আমড়া, গন্ধরাজ ও মেহগনি রোপন করেন অরণ্য।
এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনোয়ারুজ্জামান, সহযোগী অধ্যাপক মো. ওবাইদুল হক, প্রভাষক মো. খোরশেদ আলম, প্রভাষক জাহাঙ্গীর আলম, অরণ্য’র সাবেক সাধারণ সম্পাদক জরীফ উদ্দীন, সহ. সভাপতি শাহিনুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক তীর্থঙ্কর বিহারী রায়, কার্যকরী সদস্য সাজেদুল ইসলাম সবুজ, সদস্য শরিফুল ইসলাম, এনামুল ইসলাম তুমুল, সমাজকর্মী আশরাফ রাসেল ছাড়াও মাদরাসার শিক্ষক ও অরণ্যের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



Comments are closed.

      আরও নিউজ