কুড়িগ্রামের উলিপুরে ২৫তম বই মেলার উদ্বোধন করা হয়েছে। ‘উলিপুর বইমেলা হোক, রংপুর অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলা’ এই স্লোগানকে ধারণ করে ৭ দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। উলিপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “ফ্রেন্ডস্ ফেয়ার” এর আয়োজনে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন বিজয় মঞ্চে এ বই মেলার আয়োজন করা হয়। বিকাল চারটার বিকাল উদ্বোধনী অনুষ্ঠানে ঋত্বিক সরকারে সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিক, সহযোগী অধ্যাপক (অব.) হরিগোপাল সরকার, পাবলিক প্রসিকিউটর এস.এম আব্রাহাম লিংকন, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ প্রসাদ পান্ডে গবা, পার্থ সারথী সরকার, আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য জুলফিকার আলী সেনা প্রমুখ। মেলায় ১৭টি স্টল স্থান পেয়েছে। ৭ দিনব্যাপী মেলা চলাকালীন প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ছাড়াও সন্ধ্যার আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।