মার্চ ৩১, ২০২৩ ১২:০৭ বিকাল



উলিপুরে ১৩ জন হোম কোয়ারেন্টাইনে

 

উলিপুর,কুড়িগ্রামঃ২৬-০৩-২০২০
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে এখন পর্যন্ত ৮২জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শেষ করেছে ৬৯জন। বৃহস্পতিবার দুপুরে জানা যায়, ১৩জন কোয়ারেন্টাইনে রয়েছে। উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান,আমরা খোঁজ খবর নিচ্ছি কোয়ারেন্টাইনে থাকা কেউ বাইরে ঘোরাফেরা করছেন কিনা। উপজেলা প্রশাসনসহ সকলের সহায়তায় কাজটি করা হচ্ছে বলে জানান তিনি। করোনা ভাইরাস সংক্রমন রোধে জসসচেতনতা,সামাজিক দুরুত্ব বজায় রেখে চলাচলসহ সকল বিষয়ে উপজেলায় প্রচার-প্রচারনা করা হচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধ এবং সংক্রমন রোধে জনসচেনতা বাড়াতে অভিযানে নেমেছে উপজেলা পুলিশ প্রশাসন। উপজেলার বিভিন্ন হাট বাজারে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে খুলে রাখা দোকানপাট বন্ধ করে দেওয়া হয় বলে জানান, উলিপুর থানা অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন।



Comments are closed.

      আরও নিউজ