শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

উলিপুরে সরঞ্জামসহ  ৬ জুয়াড়ী গ্রেফতার 

হাফিজুর রাহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
স্হানীয়রা জানায়,  জুয়াড়িরা এলাকার বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে জুয়া খেলে আসছে।গত ২১ফেব্রুয়ারি গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া গ্রামে হাবিবুর রহমানের বসতবাড়ীর ভিতরে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলা সরঞ্জামাদি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন- দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে হাবিবুর রহমান হবি(৪৭), পাইক পাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে আহাদ আলী(৪৫), আব্দুস ছামাদের ছেলে  শামীম হোসেন (২৫), ব্যাঙ্গের ভিটা গ্রামের মোক্তার আলীর ছেলে  শাহ আলম(৩০), ছাদেকুল ইসলাম(২৬) ও হাজীপাড়া গ্রামের মুরাদ আলীর ছেলে মিজানুর রহমান(৪৬)।
এ ব্যাপারে  উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা সাথে কথা হলে তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত