মোঃ শাহিনুল ইসলাম (উলিপুর,কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় লাইন্সবিহীন করাতকল স্থাপন, মেয়াদ শেষ হওয়ার আগে লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হওয়া, ক্রয়-বিক্রয় করা যাবতীয় কাঠের হিসাব সংরক্ষণ না করার কারণে ২টি করাতকলকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফ্রেব্রুয়ারী) বিকালে উপজেলার ৪নং পান্ডুল ইউনিয়নের মিনাবাজারে ও ৩ নং দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাজারে, অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি কাজী মাহমুদুর রহমান। তিনি বলেন, করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর ১২ ধারায় লাইসেন্সবিহীন করাতকল স্থাপন বা পরিচালনা, মেয়াদ শেষ হওয়ার আগে লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হওয়া, ক্রয়-বিক্রয় করা যাবতীয় কাঠের হিসাব সংরক্ষণ না করার অপরাধে ছকিয়ত উল্ল্যাহ করাতকল মিনাবাজার ও সিকেন্দার আলী করাতকল দূর্গাপুর কে জরিমানা করা হয়েছে এবং দ্রুত কাগজ পত্র নবায়ণ করার পরামর্শ প্রদান করা হয় তা না হলে
পরর্বতী অভিযানে জেল ও জরিমানা উভয় হতে পারে সতর্ক করা হয়।