মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

উলিপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

হাফিজুর রহমান শাহীন উলিপুর (কুড়িগ্রাম)ঃ
কুড়িগ্রামের উলিপুরে অনিয়ম, স্বেচ্ছাচারীতা, দুর্নীতি বন্ধ ও বিধি মোতাবেক স্বচ্ছভাবে প্রধান শিক্ষক নিয়োগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ মার্চ) দুপুরে গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সোলায়মান আলী,  নজরুল ইসলাম ও রাজু আহম্মেদ প্রমুখ।
মানববন্ধনে তারা বলেন, গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর গ্রহণ করলে বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক না থাকায় সিনিয়র ৫জন শিক্ষককে টপকিয়ে বিধি বর্হিভূতভাবে শরীরচর্চা শিক্ষক ফিরোজ ইমাম আমীন কৌশলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেন। এরপর সু-কৌশলে একই ব্যক্তিকে পরপর তিনবার সভাপতি ও চারবার একই ব্যক্তি তার আত্বিয় হওয়ায় অভিভাবক সদস্য পদে নির্বাচিত করেন। তিনি দায়িত্ব গ্রহনের পর প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য সোলায়মান আলীকে সরিয়ে দেন। এরপর শিক্ষক কর্মচারীগনের টিউশন ফি, সরকারি অনুদানের লাখ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন। সুচতুর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজে প্রধান শিক্ষক হওয়ার জন্য প্রধান শিক্ষক পদে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। যা বিদ্যালয়ের ওয়েবসাইট, নোটিশ বোর্ড এবং অন্য কোথাও প্রচার করা হয়নি। এমনকি শিক্ষক কর্মচারীগনও এ ব্যাপারে অবগত নন। বর্তমানে ফিরোজ ইমাম আমীন প্রধান শিক্ষক হওয়ার জন্য নিয়ম বহির্ভূতভাবে তদবির চালিয়ে যাচ্ছেন। বক্তারা স্বচ্ছভাবে প্রধান শিক্ষক নিয়োগ ও টাকা আত্মসাতের তদন্তের দাবী জানান। তারা আরও বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারীতা ও অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।

সম্পর্কিত